আবার একটি দিনের শুরু
        আবার সকাল বেলা ,
আবার সুরে সুর মিলিয়ে
       ভাসাই গানের ভেলা ৷


আবার নিত্য কাজের শুরু
      নিত্য দিনের মতো ,
চেষ্ঠা দিয়ে সফল করি
      সাধ্য আমার যতো ৷
        
স্বাধীন দেশে স্বাধীন সবাই
      অধীন নইতো কারো ,
স্বাধীন কথায় রুখতে আমায়
      দেখি কেমন পারো ৷


স্বাধীন চেতন গড়তে হবে
     প্রতি শিশুর মনে ,
স্বাধীনতার দিবসে তাই
     পূজবো প্রতি ক্ষনে ৷


সেই সে অমর যারা দিলেন
     আত্ম বলিদান ,
অমন প্রাতে তাদের জানাই
     বিনম্র সম্মান ৷


তাদের সে দান যায় না যেন
     বিফল কালের গ্রাসে ,
আজ সকালের কাটুক বেলা
     অমল আলোর আশে ৷