প্রীতির রাখী বাঁধলে আমায়
       ওগো সোনার মেয়ে ,
ভালো লাগার মধূর আবেশ
      রইল মনন ছেয়ে ৷


এ নয় শুধু প্রীতির রাখী
      মিলন রাখী এ যে ,
কালের নিয়ম ঢাল দিলেও
     টুটবে না তাই সে যে ৷
      
হিংসা দ্বেষের অন্তে এ যে
      খুশির হাওয়া আনে ,
ধর্মবিভেদ উচ্চনীচের
       প্রভাবটারে হানে ৷


হাজার টাকায় হয় না যে কাজ
       দু টাকাতেই মেলে ,
তাইতো মাতি রাখির খেলায়
       ফেলবো না তায় ঠেলে ৷