গর্ভে আমায় ধারন করে
       স্তনের দুগ্ধ দিয়ে ,
কোলে পিঠে করলে মানুষ
       অনেক যত্ন নিয়ে ৷


কষ্ট কত সইলে তুমি
        নাইকো যে তার শেষ ,
আমায় মাগো খুশি রাখার
        চেষ্ঠা অনিমেষ  ৷


কিন্তু যখন মানুষ হলাম
       তখনই বিদায় নিলে ,
তোমার প্রতি যত্ন নেবার
       সময় নাহি দিলে ৷


সবাই বলে ওই তারাদের
       মাঝেই গেছ চলে ,
যেমনি করে সাঁঝের বেলায়
       হাজার তারা দোলে ৷


জীবন ভরা শূন্যতা তাই
      রইল আমায় ছেয়ে_
বেদনা তাই অশ্রূ হয়ে
       আসে উজান বেয়ে ৷