প্যালা হামু দুই ড্রাইভার
      চালায় যে যার গাড়ি ,
কিন্তু এ ওর লোক টানলেই
     যুদ্ধ   বাড়াবাড়ি  ৷


ঘুঁষোঘুঁষির শেষে যখন
      যুদ্ধ গেল ছাড়ি ,
সবিস্ময়ে দেখল তখন
      লোক দিয়েছে পাড়ি ৷


গজগজিয়ে প্যালারাম তাই
      মুখ করল হাঁড়ি ,
বলল শেষে প্যাসেঞ্জাররা
      আচ্ছা বদের ধাড়ি  ৷


কোথায় এসে যুদ্ধ থেকে
     নেবে মোদের কাড়ি ,
তা না করে নিজেই পালায়
     গায়ে ধূলো ঝাড়ি ৷


হাসিস না আর বলছি হামু
    নাড়াস না আর মাড়ি ,
এক টানেতে নইলে যে তোর
     ফেলবো ছিঁড়ে দাড়ি ৷