একদিন সাইকেলে এক রাস্তায়
দেখি এক পুচকে পিছে ফেলে যায় ৷
উঃ কি যে বিচ্ছু সবে পাঁচ ছয়
এ বয়সে সাইকেলে ভয় করে জয় ৷
প্যাডেলেতে ঠিক ঠাক পা'ই পায় না
কোমরেতে হ্যাঁচপ্যাঁচ গতি থামে না ৷
ঠিকঠাক পাস দেয় কে দোষিবে তারে
এ বয়সে এত কিছু কি করে যে পারে !!
এযুগের ছেলেমেয়ে কদমেতে এগিয়ে
বয়সের বাধাগুলো দেয় স্রেফ ভাগিয়ে ৷
চলে যুগ এমনি দূর্বার গতিতে
কিছু কলা ক্ষয় হয়ে পড়ে রয় অতীতে ৷