ছোট বেলা স্কুলে গিয়ে চিঠি লেখা শিখতাম
প্রিয় জনে ভেবে ভেবে কত কিছু লিখতাম ৷
হয়তোবা দেরী হত কত রাত দিন
তবু চিঠি পেলে মন হোতো যে রঙীন ৷
বদল হোলো যুগের ধারা মোবাইল এল হাতে
ম্যাসেজ করে পাঠানো যায় পৌঁছায় সাথে সাথে ৷
এখন সবাই ম্যাসেজ করে চিঠি লিখেনা কেউ
চিঠির শিল্প গ্রাস করল কালের প্রবল ঢেউ ৷