আমি সুন্দরের পূজারী
ধরার মাঝে সুন্দর যা
তাই নয়নে ভরি ৷


অসুন্দরে নিইনা মনে
সুন্দর জ্ঞানে  যে তার সনে
যেটুক ভাল সেটুক লয়ে
বসাই তারে উচ্চাসনে ৷


আমি কর্মের দাসী
কর্মের মাঝে প্রাণের দোলায়
সুখের সাগরে ভাসি ৷


কর্মে সদাই ব্যস্ত থাকি
আলসেমিরে যব্দে ঢাকি
অজ্ঞানতায় ক্ষমোহে প্রভু
কভু যদিবা দিইগো ফাঁকি ৷


আমি শিল্পীর সত্ত্বা
শিল্প সকল আমাতে পায়
সুকঠিন নিরাপত্তা ৷


আমার সকল চেষ্টা দিয়ে
ভালোর ভালো মর্মে নিয়ে
একটি করে ফুল ফোটাবো
পড়বে দেবের চরণে গিয়ে ৷


আমার মনের সকল কথা
প্রেম , প্রতিবাদ , দুঃখ গাথা
লেখনী দিয়েই লিখব সেসব
জুড়োবে তায় মনের ব্যথা ৷