আবার এল বিশ্বকর্মা একটি বছর পরে
মনের ভেতর খুশির আবেগ যায়না রাখা ধরে ৷
পার হয়ে যাই আর একটি ধাপ জীবন অভিজানে
আরো আরো ছুটতে হবে কেউ বলে যায় কানে ৷
খুশির আমেজ দিক্বিদিকে আকাশ বাতাস গানে
তারই ছোঁয়ায় প্রফুল্লতার ঢেউ খেলে যায় মনে ৷
দেখেছি অনেক দেখবো আরো অশেষ ভাবি তারে
শেখার যেটুক যত্নে কুড়াই হৃদয় পারাবারে ৷    
সময় রতন যায় যে বয়ে আপন খেয়াল বসে
বসন্ত যায় সুরের দোলায় ভোলায় ছন্দ রসে ৷
ছন্দে গানে সারা জীবন এমনি ভাবেই যাবে
সৃষ্টি সারা মননে স্থান জানি পাবেই পাবে ৷
সেই আশাতেই গান বেঁধে যাই ছন্দে লিখি আরো
বন্ধু দিও আশিস্‌ তোমার স্কন্ধে যত পারো৷