কতজনে কতশত টাকাগো কামাচ্ছে
সরকার নাজেহাল কর কোথা যাচ্ছে  ৷
দেখে শুনে মোদী তাই দিল রে চতুর ডোজ
সেই ডোজে পাওয়া যায় কালো বাজারের খোঁজ ৷
পাঁচশ হাজার টাকা রেখে দিয়ে ব্যাঙ্কে
নিতে হবে নব টাকা সম সম অঙ্কে ৷
গোবেচারা সাধারণে মেনে নিল শর্ত
ভোগান্তি হয় হোক কালো হোক ব্যর্থ ৷
কিন্তু সে ভোগান্তি উঠে যায় চরমে
নিজ টাকা লেনদেনে পড়ি যেন সরমে ৷
এটিএম ব্যাঙ্কেতে প্রতিদিন গিয়ে হায়
কম কম টাকা পেয়ে খরচটা কমে যায় ৷
একে ওকে ঘুষ দিয়ে সাদা হয় কালো
তবুও যা কালো মেলে তাতে হোক ভালো ৷
রাঘবেরা বিরোধেতে তুলে ধরে ঝাণ্ডা
রাজনীতি ছায়াতলে সাজে সব পাণ্ডা ৷
তাদের সে কালো হাত যদি যায় ভেঙে
ফাঁকিহীন করদানে সবে ওঠে রেঙে ৷
মোদীজীর চেষ্টাটা তবে হবে ধন্য
কালো টাকা ইতিহাসে তা হবে অনন্য ৷