শীতের বেলায় কাঁপন ধরায় নাইতে দিঘির জলে
কোনক্রমে ঝাঁপ দিয়ে তায় আলোয় আসি চলে ৷
হায়রে আজি মেঘের দলে সূয্যিকে নেয় ঢেকে
যখন তখন বারিষ ঝরায় শীতল বক্ষ থেকে  ৷
শীতের রানী ভীষণ খুশি বর্ষা নাগাল পেয়ে
হীমেল শীতল বাতাস পাঠায় উত্তুরে পথ বেয়ে ৷
শাল শিরিসের শুকনো পাতা ঝরছে দলে দলে
সরসে ফুলের হলুদ শিখা ছড়ায় আকাশ তলে ৷
রবি শষ্যের ভীষণ মজা এখন বর্ষা পেয়ে
ঝলমলিয়ে দোলায় মাথা খুশির গীতি গেয়ে ৷
চাষীর মুখে ফুটল হাসি ফলবে ফসল ভালো
সুখের দিশায় দূর হয়ে যাক আঁধার নিশা কালো৷
সবার খুশি এক হয়ে তাই হৃদয় গাঙে মেশে
শীতের ভয়ে তাই না ডরাই আনন্দে যাই ভেসে ৷