যে ভাষা মোর প্রাণের ভাষা অন্তরেতে থাকে
যে ভাষাতে বলতে কথা, না যাই দূর্বিপাকে ৷
বাংলা সে যে, বাংলারে মোর মায়ের মুখের ভাষা
মাতৃস্তনের দুগ্ধ সম মেটায় সকল আশা ৷
রক্ষিতে মোর মাতৃ ভাষা রক্ত দিল যারা
অমর একুশ স্মরণ করে বরেণ্য হোক তারা ৷
দুই পারেরই দুই বাংলা একই ভাষার গানে
গল্পে গানে কথায় সুরে পরস্পরে টানে ৷
মধূরতম এই ভাষাটি শুনতে ভারী মিষ্টি
সহজ তো নয় শিখতে নতুন কিংবা নতুন সৃষ্টি ৷
বাঙালী মোর ভায়ের সমান বঙ্গমাতার ছেলে
মাথায় তুলে রাখব মাতায় ফেলব না তায় ঠেলে৷
বাংলা আমার কাঁদা হাসা বাংলা ভালবাসা
অমৃতময় সুধার মতো মোদের মাতৃভাষা ৷