কুচকুচে কালো চুলে কত ছিল ফূর্তি
এখনযে সেই চুলে আগাছারা ভর্তি ৷
কোনটাবা আধকাঁচা কোনটাবা পাকা
কোনটাবা উঠে গিয়ে মাঠ করে ফাঁকা ৷
এইরূপে গোঁফ দাড়ি পাকিবার জন্যে
কেউবা তা ছেঁটে ফেলে নিয়ে যত ঘৃন্যে ৷
যত ঢাকে কলপেতে নয়তোবা কালারে
অবশেষে হেরে বলে ছেড়েদেমা পালারে ৷
পাকা চুল চারিদিকে দিয়ে রাখে বেড়া
কেউ সেটা না মানিয়ে আজিবন নেড়া ৷
একটাই কথা তাই সবে মানে ভালো
হয় সব সাদা হোক নয় থাক কালো ৷