স্বাধীন আমি স্বাধীন তুমি স্বাধীন দেশের ভূমি
গৈরি শুভ্র সবুজ ওমা চরণ তোমার চুমি ৷
স্বাধীন ভাবেই ঘুরছি মোরা শৃঙ্খলতা বিনে
স্বাধীন কী তা বুঝি কেবল স্বাধীনতার দিনে ৷
কুচকাওয়াজ স্যালুট করে পথ পরিক্রমে
মহাত্মাদের স্মরণ করি না যান তাঁরা ভ্রমে ৷
স্বাধীনতার মানে বোঝে খাঁচার বদ্ধ পাখি
মুক্তাকাশে মেলতে ডানা উল্লসিত আঁখি ৷
অন্ধকারার মুক্তি দিনে বন্দি সে জন জানে
রক্তক্ষয়ী উপার্জিত স্বাধীনতার মানে ৷
সীমান্তেরে রক্ষা করে বীর জোয়ানের দলে
জঙ্গীদেরে দমন করে মরণ কোলে ঢলে ৷
ঘর সংসার ছেড়ে ওরা থাকে পাহারাতে
শীত গ্রীষ্ম তুষারপাতে দিবস কিংবা রাতে ৷
ওদের বিন্দু রক্তে বাঁচে কোটি ভারতবাসী
আজকে ওরা বন্দিত হোক শহীদ পাশাপাশি ৷