শীতের বেলায় রৌদ্রে বসে তেলের মালিশ গায়ে
থরথরানি পুকুর জলে ছোট্ট খোকোন নায়ে ৷
খেয়ে নিয়ে স্কুলের দিকে লম্বা দৌড় দিল
ঠাণ্ডা কারণ স্নান করতে অনেক সময় নিল ৷
স্কুলের বন্ধু বিমল বলে জানিস খোকোন ওরে
কী যে আরাম স্নান করতে বোঝাই কেমন তোরে ৷
মানবে কেন খোকোন সোনা আজই ভুক্তভোগী
বললে কেন ঠাট্টা করিস হলিস কিরে যোগী ?
ধ্যাত্তেরিকা যোগী কেন বিমল হেসে বলে
এই শীতেতে গীজার ছাড়া আমার কি আর চলে?
গরম জলের উষ্ণ আদর বড্ড ভাল লাগে
চারদিকটা ঠাণ্ডা যখন দেহে গরম জাগে ৷
সবটা শুনে বলল খোকন বলিস না ভাই ওরে
থাকলে টাকা এমনি গরম লাগবে জানিস তোরে ৷
গরীব বাবার ঠাণ্ডা পুকুর আমার কাছে বেশ
শীতের ঠাণ্ডা গ্রীষ্মে গরম বুঝবো অনিমেশ ৷