ছাগল ছানা     ঘুরতে যানা
      ঝিলের আশেপাশে-
বাতাশ খাবি   নাচ দেখাবি
      কামড় দিবি ঘাসে।


ঝিলের জলে     নৃত্য চলে
       মাছের দলে বলে ;
ব্যঙ ও সেথায়   কোমর নাচায়
      সকাল দেখার ছলে।


নয়ন লোভা      পুষ্প শোভা
        চতুর্দিকে রাজে -
দ‌‍‌‌‍ক্ষিন বায়       পত্র দোলায়
        শন্ শন্ ধ্বণি বাজে।


রাঙল আকাশ    ব‌‌‌ইল বাতাশ‌
       উঠল ভোরের রবি,
হাঁসের দলে        নামল জলে
        আঁকল ভোরের ছবি।