কাঁকর কাঁকর ডহর পথে উধাও আমার মন ,
যেথায় আমার পর্ণ কুটির মনের আপন জন।
তারই তরে বুকের কোণে,
আবেগ ঘন জোয়ার টানে,
মোর প্রেম যে বাউল মনা রে
প্রেম যে বাউল মনা ।


ধেনু চরে নদীর কুলে তরুর ঘন ছায়া ,
বাউল মনে পিছুটানে হৃদয় ভরা মায়া ।
কোন গোকুলে বেণু বাজে ,
বেনুর সুরে মনের মাঝে ,
মোর প্রেম যে রাখালজনা রে
প্রেম যে রাখালজনা ।


কে সাজাল বনের পাখী কোন সে দরদিয়া ,
মনের গ্লানি মোছায় আমার মিঠাস পরশ দিয়া ।
কণ্ঠ-সুধা কুহূর কুজন ,
পাগলপারা বৈরাগী মন ,
মোর প্রেম যে মেলে ডানা রে
প্রেম যে মেলে ডানা ।