কুলে কুলে দুলে দুলে
বহে নদী মোহানায়,
তরলে তরঙ্গ গীতি আপন খেয়ালে গায়।
খেয়া তরী  ঢেউয়ে ঢেউয়ে উজানে বহিয়া যায়।


দূরে দূরে সুরে সুরে ,
বনের শীতল চায়,
বিজন নিকুঞ্জ বনে বিরহ রাগেতে হায়,
বাজে বাঁশী রহি রহি মরম ভেদিয়া যায়।


ঝিরি ঝিরি ঝর ঝর ,
সজল শাওন ধায়,
ফুল বনে এলো মেলো পাগল বাদল বায় ।
ক্লান্ত কেকা একা একা উদাসিনী পথ চায়।


মিঠি মিঠি ছোটি ছোটি,
বকুল ঝরিয়া যায়,
অনাদরে তরু মুলে অলখ্যে হারায়ে তায়।
সন্ধ্যা গীতি ছন্দে ছন্দে বকুল মন্দ্র সিগ্ধতায়।