অধরে মধুর হাসি,
বাজত মোহন বাঁশী,
টিম টিম আঁখিতারা দরশন পিয়াসি,
ধুক-পুক কাঁপে বুক মিলন ত্বরাসি।
বাজত চরণ  মল, আসে রঙ্গ রসিয়া,
আসে রঙ্গ রসিয়া।


রং ডানা প্রজাপতি,
ফুলে ফুলে রহে মাতি,
মিঠি মিঠি বোলে পাখী খুঁজে ফেরে প্রিয় সাথী,
তারানা ভরানা ডাকে হৃদয় বিদারি গীতি।
শুনত চরণ  মল, আসে রঙ্গ রসিয়া,
আসে রঙ্গ রসিয়া।


আকাশের রামধনু সাতরঙা রঙ্গে,
ধাবত তটিনী নটী তরল তরঙ্গে,
টিপি টিপি রিম ঝিম সুধা ঝর অঙ্গে,
শাওন সাজন সাথে সুমধুরা রঙ্গে,
গুনত চপলা ক্ষনে, আসে রঙ্গ রসিয়া,
আসে রঙ্গ রসিয়া।