আমি বলি,
শিশিরের ছোট কনা
মুকুতার কিসে কম,
তুমি তারে ভালবেসে
নাম দিলে শবনম!


নামে কিবা আসে  যায়,
কোন কুলে ভেসে যায়,
একই তো হৃদয়পটে কামনা ও বাসনা।
আনন্দ ধারা বয়ে ,
দুখের কালিমা ধুয়ে ,
দুচোখে অশ্রুধারা গঙ্গা ও যমুনা ।
হৃদয় জুড়ে আছে
যত ভালোবাসা,
একই তো নাম তার
একই তার ভাষা।
তবে কেন বিভাজনে এত করো শ্রম।


প্রিয়তম বলে যারে
ডেকেছি যে বারে বারে,
তুমি কেন ডেকে বলো,ও মেরে শনম!