ফিরে যদি দেখা হয় তোমার সাথে,
বকুল তলার সেই পথের বাঁকে,
বউ-কথাকও পাখী ডেকেছিল যেথা।
কিম্বা,সোনালি ধানের সেই সবুজ আলে,
শিশির ভেজানো পায় দুর্বার বনে,
নতুবা পিয়াল বীথি,
দেখা হতো মাঝে মাঝে তোমার সনে।
সবুজ গমের ক্ষেত,শীতের সাঁঝে।
বহেড়ার ঘনছায় নিশুত দুপুরে,
মুখোমুখি হাতেহাত নির্বাক হয়ে,
আবার নতুন করে যদি বসতে।


দীঘল পাহাড়ি-
মনে নেই শারদীয়া তৃতীয়ার রাতে,
শালের বনের মাঝে পাথরে বসে,
তুমি বলেছিলে,আর ফিরে যাব নাকো
এই হোক আমাদের জীবনের
শেষ অভিসার।


গোত্রহীন আত্মীয়ের কুটুম্ব হয়ে,
সেদিনের রাতটুকু কেটেছিল কত সংশয়ে,
সেই ছিল জীবনের মধুযামিনী,
তার পর বিচ্ছেদ টেনেছে বেড়া।
তুমি থাক মৌন হয়ে তোমার ঘরে,
আমি থাকি প্রবাসের অন্তরালে,
মাঝখানে দূরপথ,নদী খাল বিল
পাহাড় বনের পর মাঠ পেরিয়ে।