তোমার অমন নয়না দিঘির কাজল কালো জলে,
আজ হলো মোর চরম মরণ দশা,
কাজরী লতার নিশুথ আঁধার গলি,
পথ হারিয়ে ক্লান্ত পথিক আমি।


দোহায় তোমায়, মাতাল ভেব না,
মাতাল তো নই আমি।
বুকের ভেতর শুধুই আবেশ ভরা
মন-মহুয়া পান করেছি মধুর আদিম নেশা।


অতল তলে ডুব দিয়েছি কোথায় এলেম ভাসি,
কত রঙীন জল-ছবি সব
তরঙ্গেতে ভাসে।
বসন কোথায়  ভেসে গেছে
জলতরঙ্গ সনে।
দু’চোখে ঘোর তন্দ্রাছায়া।
আমি বাঁধন হারা ছেঁড়া পালক
হারিয়ে সকল দিশা।


চুঁইয়ে পড়ে কোমল আলো গুলাব নাভিমূলে,
নীল আকাশে দুষ্টু মেঘে চুমে পুনম শশী।