কালে কালে সিন্ধু জলে তরঙ্গ মিলায়ে যায় ,
কে বা তার রাখে খোঁজ বলো !
প্রভাতে কুসুম কলি শিশির মেখে,
নবীন অরুণ পানে চাহে অপলকে,
বিহগ উড়ান ভরে, যায় ডেকে ডেকে।
হারালো পথের রেখা বনের বাঁকে।


আপনার জনে খুঁজি আকাশলোকে।
তারাদের মাঝ খানে খুঁজেছি কাকে,
সব ফুল বিকালের বিদায়ী শোকে।
নবীন অরুন ঢলে গোধুলিলোকে।
কে যে যায় ডাক দিয়ে আয় আয়,আয়।
যবনিকা  নামে সখা,সবই মুছে দিলো।
স্বজন স্বপন সম অশ্রু ভারালো।