কদম তলায় আনাগোনা,
বারন কথায় মন মানেনা।
আমার বুকের আঁচল
সরকি যায়ে,
লাজে রাঙা পানা।
বাঁকা শ্যামের বাঁকা লজর
কদম তলায় থানা।


যখন তখন বাজায় বাঁশী
সকাল সাঁঝের শরম নাই,
তবু বাজে মোহন বাঁশী
আমি কেমনে ঘাটে যাই।
মন বসে নাই কাইজ্যে
আমার মাগনা উথলপনা।
বাঁকা শ্যামের বাঁশী টানে
কদম তলায় থানা।


বারন কথায় মন মানেনা
কত লোকের আনাগোনা,
শুধু আমার বেলায় মানা।
বাঁকা শ্যামের বাঁকা লজর
কদম তলে থানা।