নরম উর্ব্বর মাটি সোঁদাগন্ধময়,
জীবনের সুধারসে ভরপুর নারী,
কচিকচি শ্যামদূর্বাদামে, ঢেকে রাখা
ঝিনুক মুখবন্ধ, মুক্তার সুপ্ত দ্যুতি।
যেন কোমল গালিচাটুকু প্রসারিত
লজ্জা আবরন।অন্দরে লুকিয়ে আছে
কত আভরণ, সব কুবেরের ধন।
হাল লয়ে নবীন কিষান,স্মিত হাস্য।
সমুখের সুসজ্জিতা উর্ব্বরা কুমারী,
দূর্বাদলে লজ্জা ঢেকে সুপ্রতীক্ষারতা,
চকিতা মৃত্তিকা, কেঁপে ওঠে ধীর লয়ে।
হালের প্রথম ছোঁয়া,সদ্য রজোঃস্নাতা
উন্মেচিতা স্মর্পিতা সুপ্রতীক্ষার পরে,
সযতনে হাল চলে সর সর স্বরে।
দূর্বার ঘাসের বন এলোমেলো তায়,
কিষানের বুক কাঁপে নতুন আশায়।
মনের মাধুরী দিয়ে বীজের বপন।
সোনালি ফসল তুলে ভরবে যে গোলা।
ঝিনুক মেলেছে পাতা,ঐ মুক্তার দ্যুতি,
প্রতীক্ষার জীবনের সার্থক ক্ষন।
গর্ভাধানে বরন নব জীবনের বীজ,
নব প্রান স্পন্দনে স্বর্গীয় শিহরণ ,
অনেক স্বপন মাখা মাতৃ অনুভুতি।