ছিঁড়া খাইট টাই শুঁইয়্যে ছিলি
আর মাদ্দ্যোল শুঁইন্যে উঠ্যে আলি,
ত’রহা মেশা বি ন নাই লো
ঝুমুর লাচ্যে ।
ত’রহা মেশা বি ন নাই ,
ঝুমুর গানের ঘুঙুর ধ্বনি
নয়নে নিদ নাই,
ঝুমুর লাচ্যে ।


ফাগুন মাসের মহুল বা’য়ে,
সোহাগ মদির পরান ছুঁয়ে।
ডাকইছ্যে আমায় আয়
ত’রহা মেশা বি ন নাই,
ঝুমুর লাচ্যে  ।


চাঁদের আলোয় মাদোল বাজে,
ঝুমুর গানের সুর গুঁজে,
পরান মাইত্যে যায়
ত’রহা মেশা বি ন নাই,
ঝুমুর লাচ্যে  ।