এখন শিশিরেও ফুটে ফুল
বিনা বরিষনে,
পিরিতেও মজে মন
বিনা দরশনে।
কত কতো কথা হয় সুদুরে বসে,
ফাগুনের রূপ দেখি শাওনের মাসে।
তুমি তো তরঙ্গে...,
তবু জানো, প্রেম জাগে মনে।


তোমার বাড়ীতে কে কে আছে!
কাজ নেই অত সব জেনে,
তুমি তো চলচ্ছবি দাঁড়িয়ে সামনে।
কথা ও লেখাতেই
কামনা জাগে,
কামনার চিতা জ্বলে
রাগে অনুরাগে।
শেষে মাথাকুটে মরে প্রেম শূন্য গগনে।


হয়তো আরো কিছু নতুন হবে,
'সময় পেটিকা' চড়ে কোথা কোথা যাবে।
তবে যাই হোক একদিন
দেখা হবে শোবার ঘরে
সবার আড়ালে সংগোপনে।
না হলে শুকিয়ে যাবে
জীবনের ধারা,
কে শোনাবে কাহিনী,
তরঙ্গে তরঙ্গে প্রেম করেছি আমরা।


চির জয়ী রবে তাই আদিম উল্লাস,
আধুনিকা চুপ হার মেনে,
যতই ফুটুক ফুল বিনা বরিষণে।