এ কোন দিঘির জল গো তোমার
কাজল কালো চোখে,
হারিয়ে আবার  একা একা,
কোন ভাবনার লোকে!


কারে তুমি বেড়াও খুঁজে
তপ্তমরুর বালুর মাঝে,
নীরব কেন উদাসিনী
বন্ধু তোমায় ডাকে।


নিও আমার রক্ত গোলাপ
শুধুই তোমার তরে,
হতাশ হয়ে হার মেনো না,
ব্যাথার বালুচরে।
সিক্ত কাজল ধুইয়ো না আর
তপ্ত চোখের জলে,
মোর কাব্যগীতির স্বরলিপি
ঐ আঁধার কাজলে।
তুমি আমায় ভুল বোঝ না যেন,
বুঝুক জগৎ লোকে।


আবার যখন হোলই দেখা
জীবন নদীর বাঁকে,
তবু কেন জলছবি গো
নয়নামতীর চোখে।