নিকষ শীতল রাত
কাঁপুনি ধরায়।
ঠোঁট কাঁপে অলস বেলায়।
পশমি বসন খানি,
অঙ্গে জড়ায়ে,
তাপ খুঁজি’ ক্লান্ত বৃথায়।
কাশ্মীরি কাজ করা চাদরের পাড়ে,
আঁকি বুঁকি কত কিছু  রয়েছে লেখা,
এখন পড়ায় আর মন বসে না।
আগে তো পড়েছি কত বার,
ভরে আছে
প্রেমের কাব্যময়
প্রিয় কবিতায়।
এ বেলা কেবল খুঁজি শুধু উষ্ণতা,
এমন ধারালো শীত
আগে আসে নাই।


বসনে লুকায়ে মুখ উষ্ণতা খুঁজি,
হাতের শুষ্ক তালু, শীতের রোষে।
আরো কেঁপে ওঠে ঠোঁট
উষ্ণতা কোথায়!
কি এমন বেশী আবদার,
এ তো  কিছু বেশী নয়।
চাওয়া শুধু,
একফোঁটা প্রিয় উষ্ণতাই।