ও নদী...,
তুমি কি বইয়েই যাবে,
শুধুই নিরবধি।
মুক্ত বেনীর দীপ্ত ধারায়
তরল তরঙ্গিণী ।


তোমার রসের ধারায় পুলকিত
কত প্রেমিক জনা,
নিশীথ রাতের শায়েরী-গজল,
বাঁচার প্রেরণা ।
তুমি তবু বয়েই চল তরল তরঙ্গিণী
ভালোবেসে কেউ বলে তাই,
পাগলী তটিনী।


ঘর ভেঙ্গেছ তুমি আমার
ছাপিয়ে সবুজ কূল,
ভেঙ্গো না আর মন গো আমার
করো না ঐ ভুল।
কেন কিছুই শোন না হায় তরল তরঙ্গিণী,
কারো চোখে তাইতো তুমি
নটী  বিনোদিণী।


ঘর ভেঙ্গেছ বেশ করেছ
মন ভেঙ্গো না যেন ,
মন হারালে আর পাব কি
সে কথা তো মানো।
শুধু হৃদয় জুড়ে বইয়ো তুমি  তরল তরঙ্গিণী,
ক্ষমা করো বান্ধবী গো
সকল কসুর মানি।