রাজা নেই দরবারে,
কাগুজে রাজার ঘরে,
কিছু কিছু ভুমি-হীন জমিদার
রাজার মেজাজে বোলচাল করে,
ওরা রাজনীতিবিদ বটে!
সুযোগ খুঁজে ছুতোয় নাতায়
কখন গরীবের সিঁদ কাটে।


এরা রাজনেতা! জননেতা নহে,
জনতাকে এরা কলুর বলদ কহে ।
ভুল ভুলানিতে চোখ বেঁধে দিয়ে,
শুধু জনতার ধন লুটে।
বাড়া যাদুগর ভাণ্ড উড়ায়ে,
ক্ষীর খায় চেটেপুটে।


মুখে খোদাতালা, বোল হরি হরি ,
চোখ মেরে বলে, আয় চুরি করি।
কথা বেচে খায় লম্পট ভারী,
কে যে কি যে বলে বোঝা বড় দায়,
থাকে সকল পূজার ঘটে।


ঘানি টানে যত আম জনতায়
এরা থাকে ঠাটে বাটে।