শ্বাশ্বত বাণী ‘জননী জন্মভূমিশ্চঃ স্বর্গাদোপিগরিয়সী’। এমন চিরকালীন সত্য ভারতীয় উপমহাদেশের দর্শনের উপলব্ধি, আমাদের পরম্পরাগত। জননী ও জন্মভূমির গরিমা  স্বর্গ সুখকে ম্লান করে দেয়। এমন গরিয়সী জন্মভূমির প্রতি নিবেদিত আমাদের শ্রদ্ধাজ্ঞলি।



-জননী জন্মভূমিশ্চ-


ও গো মা জনম দায়িনী বঙ্গে ,
অরূপা স্বরূপিনী
জগ জন মোহিনী
সুধাধারা বিগলিতা শ্যামলা অঙ্গে ।


তব চরণ বিধৌত সিন্ধু নীরে,
গরবিত মস্তক শৈল শিখরে ।
খেলিছ ঢেউয়ের তালে নদ নদী সঙ্গে ।


তব অধরে মধুর বোলে,
মম হৃদয়ে প্রকাশ তোলে,
দিবা নিশি কাকলি সঙ্গীত রঙ্গে ।


ধন্য তোমার কোলে জনম লভি’
সুখ দুখ ভালোবাসা পেয়েছি সবই ,
তোমার এ করুণা স্নেহময়ী প্রাণা
তুমি যুগ যুগ দিও মাতেঃ বঙ্গে ।