এ পারে বাংলা ওপারে বাংলা
ওরে দুই বাংলা এক বাঙ্গালী
দুজনার মুখে একই বোলি,


একাকার থাকি মোরা সবে।
মজে রই এক ভাব-এ ।


অন্তর বাঁধা হৃদয়ের তারে,
বাংলায় কাঁদি বাংলায় হাসি
গঙ্গা পদ্মার মিঠা জলে ভাসি


সেই বাংলা বলেছি যবে ,
মজেছি বাংলা ভাব-এ ।


বাংলা ভাষা বাংলা কথা
বাংলা পানের খিলি,
বাংলায় বসে বাংলায় ভেসে,
মহা মিলনের বাঙ্গালী ।


আয় বাংলায় গাই’ বাংলায়,
মজে বাংলার ভাব-এ ।


            -
বাংলা কথা- সহজ কথা
বাংলায় বসে- বাংলার চালা ঘরে বসে
বাংলা পানের খিলি- মধুর ও সহজ বোধ্য
বাংলায় ভেসে- বাংলার কাব্য রসে