যেথা স্বার্থের সংঘাত,
বিনা শ্রমে বাজিমাত,
বিরোধীকে কুপোকাত ,‌
অদৃশ্য কোন কালো হাত ।


প্রতিশোধের হিংস্র প্রকাশ
শীত সন্ত্রাস আর ভীতি,
চোখ বুজে তুমি বলে দিতে পার
ওখানেই রাজনীতি।


যেথা নিঃস্বার্থ, শুধু মানবতা
একে অপরের বোঝে মনব্যাথা,
প্রতিশ্রুতির রাখে সব কথা,
আতুর জনের আশ্রয় দাতা।


সুখ দুঃখের সম ব্যাথি সবে
সুসখ্যতা সকলের প্রতি,
হেথা ধর্ম গৌন মানবতা বড়
এ যে সামাজিক, জননীতি।


রাজনীতি  আর জননীতি
একসাথে চলে না,
যারা বলে,
আমি রাজনীতি করি মানুষের তরে।
তারা ঠিক বলে না।