এ জীবন নশ্বর চলে যেতে হবে,
আদি অনন্ত কাল কে রইল কবে!
শৈশব কৈশর
চলে যায় পর পর
জীবনে বসন্ত বা কত দিন রবে।
সতেজ সুঠাম তনু হবে জরা দুর্বল,
মুছে যাবে আঁখি জ্যোতি, যৌবনে ঢল ।
শিয়রে দাঁড়াবে এসে দুষ্ট শমন,
ভুলে যাবে সব কথা অতি প্রিয় জন।


বিদ্বেষ হিংসা  স্বার্থের কাড়াকাড়ি
পড়ে রবে জমাকরা জীবনের কানাকড়ি।
যদি কিছু পেতে চাও,
কিছু দাগ রেখে যাও
সমাধিতে ফুল দিয়ে স্মরিবে লোকে।
সতত জীবনান্দ রবে জীবনের প্রতিপল।