আমি যখন মনে করি
যাহা বাহান্ন তাহাই ছাপান্ন,
সেই জন্য এই ইমারতের নাম দিলাম নবান্ন ।


যত সব কুৎসা পক্ষ- !
আমি যদি বলি,
সুক্তোই পরমান্ন !
তাতে সমালোচনার কি ?
আমি যখন মনে করি
যাহা বাহান্ন তাহাই ছাপান্ন,
তবে এই জনকার্য্যালয় নয় কেন নবান্ন !


আর একটা কথা বলি,
নাম শুনেছ, কালীঘাটের কালী!
তার নগ্ন রূপ দেখেই তো
ধর্ষনের বাড়বাড়ন্ত।
তাই তাকে পরিয়ে দেব
নীল পাড়ের শাড়ী,
নাম দেব নীলিঘাটের নীলি ।
তোমরা গুটিকয় ভিন্ন,
বাকিতো সবাই আমায় বলে, ধন্য ধন্য।


তাতে সমালোচনার কি ?
আমি যখন মনে করি
যাহা বাহান্ন তাহাই ছাপান্ন,
তখন ইঁট কাঠ পাথর দিয়েও হবে নবান্ন ।