হে মাধব তুমিতো কহ
স্ব ধর্মে মরনম শ্রেয়,
পর ধর্মম ভয়াবহ।
তবে কেন রূপাদি মত্ত বিষয়ে,
দিলে দ্বেষ , দিলে হে আসয়ে,
জ্ঞান দিও প্রভু তুমি আমারে,
করিয়া রেখোনা স্ব ভাবময়।
নিজে আমি সদা দোষী
তবু ভাবি নির্দোষ, অন্যে দোষী।
চিত্ত চঞ্চল মহা নির্বোধ
মূঢ আমি তাই সদা এমনই হয়।
জ্ঞান দিও প্রভু যেন শ্রদ্ধাবান হই
তব মতানুযায়ই কর্ম করে যাই,
রক্ষা করো তুমি মোরে ও হে কেশব,
বলে দিও কোথা অধর্ম অকর্মের ভয়।