ফাল্গুনীয়া ফাগ মাখানো
রঙিন দোলা মনে মনে,
উড়িয়ে আবীর বসন্ত বায়,
হৃদয় হারায় কোনখানে।


শিমুল পলাশ রংয়ে রংয়ে
মহুল মদির ঢংয়ে ঢংয়ে ।
মন যমুনায় বান ডেকেছে,
ও সে বইছে উজানে।


আয় পিয়ালী আয় করবী
রং ফোয়ারায় আজকে ডুবি
দোল এসেছে দোল দিয়েছে
আজ ফাগুনের দিনে।


গুলাল বেহাল শাল তমালে
মাতলো উঠে ফাগুন দোলে,
তোর ওড়নাতে সেই আগুন জ্বলে
বুকের ভেতর গোপন কেনে!
যৌবনে যে বান ডেকেছে
তারে  বাইয়ো উজানে।


*রংয়ের উৎসব দোল উপক্ষ্যে