প্রতিশ্রুতি দিয়ে ছিলাম,
আমি উপহার দেব এক অন্য সকাল ।
প্রতিদানে বলেছিলাম,তোমরা সঙ্গে থেকো সাথী
মনেরেখ একদিন ঠিক আমি বদলে দেব হাল।


তোমরা কথা রেখেছিলে।
আমি পারিনি,কেন যেন নিজে বদলে গেছি আজ।
বুঝতে যে পারিনে তা নয়,
হয়তো অজান্তে বুকে সেঁটে বসে গেছে ক্ষমতার সাজ।


আমি লড়েছি, তিন যুগ ধরে
জগদ্দল পাথরের মতো কঠিন কঠোর এক শয়তানের সাথে।
কিন্তু আমি কি জানতাম,
আরো বড় শয়তান বনে যাব, শয়তানের দ্বৈতরথে।


শয়তানে পরাস্ত করে,
আজ আমি মহাশয়তান, তাতে আর কিবা যায় আসে।
সকলেই পদানত অগাধ ক্ষমতা দুহাতে।
এবার দ্বৈতরথ চলেছে চলুক অবিশ্বাসে-বিশ্বাসে ।