‘যদিও আশায় মরেছে চাষা।
ধ্যানে মগ্ন মরেছে যোগী’,
আশার সূতায় তবু বাঁচার নেশা।
জীবনের গান ভুলে যেতে
গান গায় সুফী বৈরাগী ।
পতঙ্গ ঝাঁপ দেয় অগ্নি শিখায়,
যদিও রামধনু অলীক দর্শণ
তবুও ভাস্বরে সে রঙের রেখায়।
মরুভূমে মরিচীকা মিথ্যা সে তো নয় ,
আসল অন্তরালে আছে নিশ্চয় ।


আশায় স্বপ্ন আঁকে কল্পনার রঙে,
ধীরে ধীরে রূপে টানে নিরলস শ্রম।
অনন্ত শুন্যতা মাঝে জাগে যদি একটুকু আশা,
বলো তবে সে বা কিসে কম ।