ডাংনা ডাহি আবছা ডহর
শুখা ঘাসের ঝাড়,
ধূলা মেখে লতর পতর
শাওলা শিবের ষাঁড়।
জল ঢালতে যায় কুমারী
রাঙা পথে সারি সারি,
দাওয়ায় বসে শিঊ ভগবান
শুধু দেখছে আড়ে আড়।


গোরীর মুখ ঢেকে যায়
বাবরী কেশে,
পাটভাঙা তার তসর বেশে,
যেন ধনুক ধনুক কটিদেশে
ঝিনুক মালার পাড়।


শিবের মাথা হয় না শীতল
অনন্ত রয় উথল পাথল,
শীতল ধারা ঢালেই গোরী
তবু শিব খ্যেপে হয় ষাঁড়।



ডাংনা-বন্ধ্যা,ডাহি-মাঠ,ডহর-হাঁটা পথ,
লতর পতর- মাখামাখি,আড়ে আড়- তির্যক ভাবে
শুখা-শুকনো।