তুই যখন নাক ফুলিয়ে বলিস,
‘আয় তোর সাহস তাকে তো আমার গায়ে হাত দে’।
তখন সত্যি রাগে গা রি রি করতে থাকে,
মনে হয় একটা কানমুথাটায় দিই।


পরক্ষনে ভাবি,
এ তো তোর পরের সহানুভূতি পাবার
মোক্ষম চাল।
আমাকে দাবার বোড়ে বানাতে চাস,তাই না?
তোকে লোক এমনিই চিনে যাবে।
তখন এমন মারটা খাবি না, উঠে দাঁড়াবার ভরসা পাবি না।


কেউ সশস্ত্র পুরুষ রক্ষীর প্রহরায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে
নিরস্ত্র জনতাকে  কাপুরুষ বলে, আর নিজেকে বীরাঙ্গনা ভাবে।
ধিক বীরাঙ্গনা!
তোকে দেবী চন্ডী ভেবে ভুল করেছি।
তুই তো নির্ভেজাল চণ্ডালিনী।