বিশ্বের বৃহত্তম গনরাষ্ট্র ভারতবর্ষ
এখানে ভোট সর্ব্সস্ব রাজনীতি,
ভোট জয়ী ক্ষমময় রাজনেতা শোষকের মগডালে চড়ে বসে,
প্রতারিত ভোটদাতা থাকে অবহেলিত বিমর্ষ ।


এখানে তাই নির্বিঘ্নে ভিনদেশীর অনুপ্রবেশ,
ভারতীয় সন্ন্যাসিনীরা অবলীলায় ধর্ষিত ,
কেউ একজন প্রত্যক্ষদর্শীর মতো বলে দেয়,
এ আম ধর্ষন নয় সাম্প্রদায়িক ধর্ষন।
পারিষদেরা আরো জোরে বলে, বেশ বলেছেন বেশ।


দেশ ও দেশবাসী জাহান্নামে যায় যাক,
এরা আগে পিছে লালবাতি জ্বালিয়ে ঘোগ খুঁজেবেড়ায়
কোথায় জটপাকিয়ে কালোটাকার পাহাড় বানাবে।
হাতের তীর ধনুক ছেড়েছে, জনতা হতবাক নির্বাক।


আবার ভোট আসে,ভিনদেশীর ভনভন।
নেতা হুঙ্কার ছাড়ে,
সাম্প্রদায়িককে এখানে মাথা তুলতে দেব না।
ভিনদেশী ও ভিন্ন  সম্প্রদায় তো এক নয় ,
এরা এ কথা বিলক্ষন জানে না এমনটা ভাবাই মূর্খামি,
সব জেনেও তবু সুড় সুড়ী দেবেই এই ক্ষন।


বেচারী ভারতবর্ষ !
আর ভারতবাসী,
নিজের মাতৃভূমিকে কোন নরকের পথে ভিড়িয়ে দিতে চাও!
উত্তরাধিকদের তরে তবে কি রেখে যাবো ।


এই দেশ এ দেশবাসীর জন্য ভিনদেশীর জন্য নয়,
তবু কেন স্বার্থ পরতা ! এবার বন্ধ হোক কূটকচালি
এ যে বিধ্বংসী সর্বনাশী ।