প্রতিবাদী প্রাণহীন নিঃশব্দ শব,
শব দেহ ঢেকে দেয় তুচ্ছ কলরব।
বুক ফাটে জননীর হারিয়েছে সব,
আঁখি তারা ম রুময় তরুণী বধূ্‌র,
আশা হীন ভাষা ক্ষীন বেদনা বিধূর।


সময় নদীর ধারা বয়েই চলে...
সময়ের কাল স্রোত,সবই যাই ভুলে।
নিমজ্জিত নির্জনে স্মৃতির অতলে।
সেই কবে শুনেছি যে বিষাদের সুর
প্রতিনিধি প্রতিবাদী আজ বহু দূর।


তবু প্রতিবাদ ঝঙ্কারিত বিবেক বীণায়
কখনো প্রজ্জলিত হৃদয়ের অগ্নি শিখায়,
যুগে যুগে  প্রানপণ দ্বৈরথ দুষ্ট বেলায়।


প্রতিধ্বনি শুনি, ‘প্রতিবাদ......প্রতিবাদ’,
প্রত্যাবর্তে প্রতিবাদী তারই সিংহনাদ ।