বন্ধু তুমি বড়ই সৎ
আমার মত-ই দিলে মত,
আমি খুশী একটু বেশী,
তুমি ঠিক ধরেছ গৎ।
আমার ভাঁড়ের উপছে পড়া
এঁঠো মধুর ধারা,
এবার তুমি চাখতে পাবে!
ভুল করছে ওরা।
গোবর ভরা মাথা গুলো
ভুল করে ভুল ধরে,
বিপ্লবী সব কল্পলোকের
ভুগছে ভালুক জ্বরে ।
বন্ধু তোমার মগজ ভালো
এটাই সোজা পথ ,
তাইতো তুমি কত মহৎ(!)
আমার মতেই দিলে মত।