অনেক দূরে দিলি বিহা
চন্দকনা কদম ডিহা,কাঁসাই লদীপার,
মাই গো,তুই বইল্যে দেনা আইসব কবে আর!


তুরা থাকিস এত দূরে
ঢররা মধুপুরে,মহূল বনের ছায়া,
মাই গো, তুই বাপুকে বুঝানা,
কেনে তুরা বিহা দিলি তোদের কি নাই মায়া!


কেমন কইরে ভুলি
বন-টিয়া বুলবুলি,শাল পলাশের বনে,
মাই গো তুই উদের দিবি সঁগে!
আমার কি আর ঘুম ভাইঙ্গবেক উদের গাওহা গানে!


নাক চাবি আর কানের দুল
থোকা থোকা বন ফুল, হথায় কি আর ফুটে!
মাই গো তুই একলা যাবি,
শ্যামলী গাইয়ের ঘাস কাইটতে যুগীর বাইদের মাঠে!


আমি বেটী তোদেরই বাছা
বেটীর কি মাই জনম মিছা কদর কি বা তার!
এত দূরে পাঠাই দিছ কাঁসাই লদী পার।
মাই গো, শ্যামলী গাইয়ের বকনাটাকে নাম দিবি আমার।
আমার নামে ডাকলে আমার  জনম হবেক সার ।