চৈতী তোরে চাইনি হারাতে
এমন মধুর মাসে,
কত আশা মনে তোর রূপ-রসে
বয়ে যাবো ভেসে ভেসে।
আমি দেখি, তোর চিবুক কাঁপে
মৃদু তির তির  করে,
আদিম নেশার মত্ত বাসনা
জাগরিত অন্তরে ।
ঝরে ঝরে পড়ে কত প্রেম রস
বাসন্তিকা বেশে,
কচি কচি কুঁড়ি খুলি খুলি ওঠে
এমন মধুর মাসে।
তবু যাস চলে একেলা কোথায়
ফেলে এতো সুবাসে,
আঁচলে লুকায়ে প্রেম মঞ্জরী
হতাশী হাওয়ার শ্বাসে !