(এক ভগ্ন প্রেমের প্রেমিকা, তার ভালোবাসার জনকে  নিয়ে যা ভাবছে)


সুজন তোমায় চেয়েছিলাম স্বজন করে নিতে,
তোমায় দেব অঞ্জলি মোর  বসন্ত-মৌতাতে।


নিশি শেষের স্বপন সম বিস্মৃত এ স্মৃতি,
কবে যেন চেয়েছিলে মোর নয়নের প্রতি।
চিবুক ছুঁয়ে বলেছিলে,তোমায় দিলাম হৃদয় আমার
বকুল রজনীতে।
সময় সেদিন আলোর রেখায়
সাজিয়েছিলো তোমায় আমায়,
আজ যে সময় অচল নিথর
বিষাদ গভীর রাতে ।


এখন তুমি অনেক দূরে
কোন নবীনার বাহু ডোরে!
আমার ভাঙ্গা দুয়ার, ছিন্নবীণা,
ধূলোর পরত তাতে ।


তরঙ্গেতে ভাসিয়ে দিলাম শুভেচ্ছা সন্দেস,
যেথায় থাকো সুজন আমার থাকো তুমি বেশ।
আমার সাথী অশ্রুকনা ,
অসীম পথের দূর ঠিকানা,
বয়ে চলি বিষাদ বোঝা স্মৃতির ঝাঁপি মাথে।
ভুল ভেবেছি সুজন তোমায় স্বজন করে নিতে।