বৈশাখী তুই আসবি বলে,
অপেক্ষাতে রই,
জানি ঝঞ্জা পরীর গরম শরীর
ঘাম ঝরিয়ে শুই।
তোর নাভির গভীর ঘূর্নিঘটা
ভাবিস আমার বুকের পাটা
আছে কিনা আয় দেখে যা
পরখে নে না তুই ।
কুন্তলে তোর কৃষ্ণ মেঘের
উথাল পাথাল ঢেউ,
পড়সীরা সব ভাবছে যেন
উড়িয়ে আঁচল অঙ্গনে মোর
ভৈরবিনী বউ ।
তোর গরমেই উষ্ণতা আর
বরফ শীতল বায়,
জুড়ায়ে যায়ে মনের গরম
পরশ দিয়ে যায় ।
বৈশাখী তোর বচন দেওয়া
আসবি বলে তুই,
অপেক্ষাতে বসে আছি
কখন তোকে ছুঁই।