তোর খুশীতে  মন কাড়া হাসিতে
কেন যে সেদিন হাওয়া পালকের মতো
ভাসিয়েছি গা।
জীবনের সেরা দিন জ্বরাজীর্ণ ,
মোমের আলোতে রাত তন্দ্রাহত।


দুহাতে চোখ ঢাকি,
কাকে যে  আড়ালে রাখি,
আয়নার ভাঙ্গা কাচে কে!
আমি না!


মেঘ ভাঙ্গে,
মোহ ভাঙ্গে,
আকাশে বাদল ঝরে,
বান ভাসি পথ গুলো জল থই থই।
চই চই মরালীর সান্ধ্য শৃঙ্গার
আঁধার নামার আগে ফিরে যেতে চায়।
মন  মরালী বুঝি হারায়েছে পথ
দিগন্ত প্রসারিত কাজলা গাঙ্গে,
রাত নেমে এলো তবু ডাক শুনি কই!


ঝিল্লির কলরব ঝিক্ মিক্ জোনাকি
কুয়াসা কুয়াসা ছায়া হিম ভেজা পোষাকি,
আধ খানা ম্লান চাঁদ ক্ষত বিক্ষত ,
তারাদের তিম তিম আলো বিস্মৃত।