নিতম্বিনী কটী-ক্ষীনা বিল্ব পয়োধরা,
কৃষ্ণা শশী সাঁওতালিনী মহূল-মদির পারা।
কবির ভাবে, মন মৃগয়ার ‘কালো হরিণ চোখ’
মন হারিনী বন হরিণী ‘যতই কালো হোক’।


সিক্ত বসন নদীর জলে তরঙ্গিত ছায়া,
আনারকলির নাভি মূলে মর্মরিত মায়া,
ছনক ছনক পায়ের নূপূর বিজন বন তলে
বাতাস ছঁইয়ে যায় মিলায়ে পাখির কলরোলে।
কালবোশেখের মেঘের মেলা কৃষ্ণা কবরী,
বন ফুলের নক্সীকাঁথায়   সাঁওলী শর্বরী ।


চোখের তারা আবেশিত মন কেমন করা,
সুতনুকা সাঁওতালিনী মহূল-মদির পারা।